Entertainment

অনবদ্য শ্রেয়া , অনুশীলন ও নিষ্ঠায় আজ সে শীর্ষে

কিশোর কুমারের গানে গেয়ে সোশ্যাল মিডিয়া কাঁপালেন বাংলার গর্ব শ্রেয়া ঘোষাল

তানিয়া চক্রবর্তী : অগুন্তি হিট গান গেয়ে বলিউড মাতিয়ে চলেছেন বাংলার গর্ব বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল।। মাত্র ৩৫ বছর বয়েসেই সাফল্যতার শিখড়ে পৌঁছেছেন তিনি। কবির সিং, জলেবি, জব তক হ্যায় যান, দেবদাস, বডিগার্ড, কলঙ্ক, জের, পিকে, আশিকি ২, সুপার ৩০, ক্রিশ, রাওডি রাঠোর, হিম্মতওয়ালা, কুরবান, হাসি তো ফাঁসি ইত্যাদি সহ আরো একাধিক ছবিতে গান গেয়েছেন। বলিউডের পাশাপাশি বাংলা, তামিল, তেলেগু, উড়িয়া ইত্যাদি সিনেমা জগতেও নিজের কন্ঠের জাদু দেখিয়েছেন। কুমার শানু, উদিত নারায়ণ, সনু নিগম সহ বহু তারকাদের সাথে কাজ করেছেন তিনি।

তিনি নিজের কাজ নিয়ে যথেষ্ট সচেতন ও শ্রদ্ধাশীল। তার সাথে সাথে কাজকে ভালোবাসতেও ভোলেন না তিনি। সেই নমুনা আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই. এই রকমই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে বাঙালি কন্যা শ্রেয়া ঘোষাল কুমার শানুর মেরে মেহবুব কয়ামত হোগি গানটি গেয়েছেন। শুধুমাত্র পিয়ানো বাজিয়ে তিনি পুরো গানটি গান. সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর ভিউ সময়ের সাথে সাথে বেড়ে চলেছে।৪৫ লক্ষ ১০ হাজার ১০১ ইতি মধ্যে শুনেছেন , জোট দিন যাচ্ছে তত জনপ্রিয় হচ্ছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: