Science & Tech

অনরের ভিশন-সিরিজের স্মার্ট টিভি, ভারতে আসছে ১৪ অক্টোবর

ভারতের স্মার্ট টেলিভিশনের বাজার দখল করতে চাইছে অনর তাদের ভিশন স্মার্ট টিভি এবং ভিশন প্রো স্মার্ট টিভি লঞ্চের মাধ্যমে।

সায়ন্তনী রায় : চলমান মাসের শেষে ভারতে আসছে নতুন অনরের ভিশন-সিরিজের স্মার্ট টিভি।আগামী সোমবার, ১৪ অক্টোবর তাদের নয়া স্মার্ট টিভি।অনর ভিশন স্মার্ট টিভি এবং অনর ভিশন প্রো স্মার্ট টিভি লঞ্চের মাধ্যমে ভারতের স্মার্ট টেলিভিশনের বাজার দখল করতে চাইছে।নয়াদিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সংস্থা তাদের স্মার্ট টিভি দু’টি লঞ্চ করতে চলেছে।তবে সূত্রে জানা গেছে , অনার ভিশন-সিরিজের এই স্মার্ট টিভিতে থাকছে পপ-আপ ক্যামেরা।তবে দু’টি মডেল এক সঙ্গে আসবে কিনা, তা সংস্থার তরফে উল্লেখ করা হয়নি। অনর ভিশন টিভি এবং অনর ভিশন প্রো টিভির মধ্যে খুব একটা পার্থক্য নেই।প্রো মডেলে থাকছে পপ-আপ ক্যামেরা, ছয়টি ফার-ফিল্ড মাইক্রোফোন, ১০ ওয়াটের দু’টি এক্সট্রা স্পিকার এবং অনবোরড স্টোরেজ। এ ছাড়া, এই দুই স্মার্ট টিভিতে থাকছে, এনটিএসসি ৮৭ পারসেন্টের ওয়াইড কালার স্কেলের সঙ্গে ৫৫ ইঞ্চির ৪কে ডিসপ্লে স্ক্রিন, যার এসপেক্ট রেশিও ১৬:৯, ব্রাইটনেস থাকছে ৪০০ নিটস।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: