Women

অনুরাধা পড়োয়াল নাকি বায়োলজিক্যাল মা, ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ চাইল কারমালা।

পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গায়িকা অনুরাধা পড়োয়ালের বিরুদ্ধে দায়ের করা হল মামলা, অভিযোগ আনল বায়োলজিক্যাল মেয়ে।

@ দেবশ্রী : এবারে মামলা দায়ের করা হল, গায়িকা অনুরাধা পড়োয়ালের বিরুদ্ধে। নিজেকে অনুরাধা পড়োয়ালের মেয়ে বলে দাবি করছেন কেরলের এক মহিলা। আর কেবল মাত্র দাবি নয় কিন্তু, গায়িকা অনুরাধা পড়োয়ালের কাছে বিপুল পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দাবি করে মামলাও দায়ের করেছেন ওই মহিলা।

কেরলের তিরুঅনন্তপুরমে জেলা পারিবারিক আদালতে বছর পঁয়তাল্লিশের কারমালা মডেক্স নামে এক মহিলা ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন গায়িকার বিরুদ্ধে। তিনি মামলা দায়ের করছেন অনুরাধা পড়োয়াল ও তাঁর স্বামী অরুণ পড়োয়ালের বিরুদ্ধে।

কারমালা দাবি করেছেন, অনুরাধা ও অরুণ নাকি তাঁর বায়লজিক্যাল মা-বাবা। কারমালার যখন বয়স মাত্র চার দিন, তখন নাকি তাঁরা পালক বাবা পোন্নাচানও পালক মা, অ্যাগনেস কে দিয়ে দেন। সেই সময় নাকি অনুরাধা এবং তাঁরা স্বামী এতটাই ব্যস্ত ছিলেন যে তাঁরা ওই শিশুকে মানুষ করতে পারবেন না বলে জানিয়েছিলেন।

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক সূত্রে জানা যায়, কারমালা দাবি করেছেন, তাঁর পালক বাবা পোন্নাচান যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন গোটা বিষয়টি তাঁকে বলে গেছেন। কিন্তু তাঁর পালক মা অ্যাগনেস, যিনি এখন অ্যালঝাইমারে আক্রান্ত, তিনি নাকি এই বিষয়টি জানতেন না। পোন্নাচান ও অ্যাগনেসের তিনটি সন্তান ছিল, কারমালাকে তাঁরা তাঁদের চতুর্থ সন্তান হিসাবেই পালন করেছিলেন।

ওই মামলার রিপোর্টে আরও দাবি করা হয়েছে, কারমালা নাকি একাধিকবার অনুরাধার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি কারমালার সাথে কোনো কথা বলতে চাননি। এমনকি তাঁর নম্বরও ব্লক করে দিয়েছেন। এখন দেখার বিষয় কোন দিকে এগোয় এই ঘটনা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: