West Bengal

অন্দর মহলের মানাভিমান হামলা রূপে প্রকাশ্যে এল

২০১৯ লোকসভা ভোটার প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা ছোড়া হয় ইট, ভাঙা হয় চেয়ার, টেবিল,ছেড়া হয় দলীয় পতাকা

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের  চুঁচুড়ার বাড়িতে হামলা চালায় বিজেপিরই কিছু সংখ্যক কর্মী সমর্থকরা। একথা স্বীকার করে নিলেন বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল. তিনি হামলার ঘটনাকে ‘ছোট বিষয়’ বলে উল্লেখ করে সাংবাদিকদের বলেন “এটা নিজেদের ব্যাপার। মিটে যাবে।”  গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে রাজি হননি স্বপন পাল। তিনি বলেন, প্রার্থী একজন বড় শিল্পী। তারকা প্রার্থী। তাঁর ডিমান্ডও প্রচুর। দলীয় কর্মীরা সবাই চাইছেন যে প্রার্থী তাঁদের এলাকায় গিয়ে প্রচার করুক। প্রার্থী সারাদিন ধরেই প্রচার করছেন। কিন্তু, তারপরেও শরীরের ভালো-মন্দের একটা বিষয় থাকে। এত বড় লোকসভা কেন্দ্রে লকেটদেবীর পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। আর সেই কারণেই ক্ষুব্ধ দলীয় কর্মীদের একাংশ তাঁর ঘরে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। এবিষয়  নিয়ে তাঁরা দলে আলোচনা করবে বলেও জানিয়েছেন স্বপন বাবু।

 

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: