Weather

অবসান ঘটিয়ে রাজ্যে আগমন শীতের।

এবার ক্রিসমাসে, সান্তা ক্লজ নিজের সাথে উপহারস্বরূপ নিয়ে আসছে হাড় কাঁপানো ঠান্ডা।

@ দেবশ্রী : শেষ পর্যন্ত অবসান হল অপেক্ষার। রাজ্যে জাঁকিয়ে পড়তে চলেছে শীত। আজ থেকেই শীত আঁকিয়ে পড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে আজ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিনবঙ্গে শীতের দাপট প্রত্যাক্ষ করবে রাজ্যবাসী। মঙ্গলবার বিকালে আবহাওয়া দফতর জানায়, আজ বুধবার থেকেই গোটা রাজ্যে শীতের প্রভাব বাড়বে। অনেকটা পরিমানেই তাপমাত্রা কমে গেছে, উত্তরবঙ্গের জেলা গুলিতে।

আজ থেকেই শহর সহ জেলা জুড়ে হাড় কাঁপানো শীতের দাপট শুরু হবে। আজ সকাল থেকেই শহরে শীত অনুভুত হচ্ছে। এক ধাক্কায় বেশ অনেকটাই নেমেছে পারদের মান। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি। বুধবার তা কমে গিয়ে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রি। ক্রিসমাসের আগেই জাঁকিয়ে শীত পরতে চলেছে শহরে। যা শীত প্রেমীদের কাছে এক অত্যন্ত সুখবর।

বেশ কয়েকদিন ধরেই পশ্চীমি ঝঞ্জার কারনে শীতের আগমনের পথে বেশ দেরী হচ্ছিল, তবে সেই বাঁধা কাটিয়ে আজ বঙ্গে অনুপ্রবেশ ঘটতে চলেছে শীতের। পাশাপাশি রাজ্য সহ দক্ষিবঙ্গেও বইবে উত্তরে হাওয়া। তবে এই শীত কতদিন স্থায়ী হবে সে বিষয়ে এখনও পুরোপুরি ভাবে কোন নিশ্চয়তা নেই।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: