Entertainment

অভিনেত্রী সারা আরফিন খান মাস্ক ছাড়াই লিফ্টের বাইরে,পড়তে হয় বাসিন্দাদের ক্ষোভের মুখে

খাবার অর্ডার দিয়েছিলেন তিনি। সেই খাবার নিতে মাস্ক না পরেই এসেছিলেন তিনি

প্রেরনা দত্তঃ এখন মাস্ক পরা বাধ্যতামূলক। এই সময় লকডাউনের নিয়ম পালনের ওপরও কড়া নজর রাখছেন অনেকেই। আর এই সময় টেলিভিশন অভিনেত্রী সারা আরফিন খানকে আবাসানের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। লভ কা হ্যায় ইন্তেজার সিরিয়ালে তাঁকে শেষবার দেখা গিয়েছে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি পুরো ঘটনার কথা জানিয়েছেন। তাঁকে তাঁর আবাসানের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। খাবার অর্ডার দিয়েছিলেন তিনি। সেই খাবার নিতে মাস্ক না পরেই এসেছিলেন তিনি। এজন্যই বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়।

তিনি বলেছেন, এমন অনেক প্রতিবেশী রয়েছে, যারা শুধু গণ্ডগোল পাকাতেই আগ্রহী। ওরা আসলে পুলিশ ডেকেছিল এই বলে যে, আমি আমার গাড়ি পর্যন্ত গিয়েছি মাস্ক না পরে।পুলিশ এলে আমি জানতে চাই, আমার গাড়ি পর্যন্ত বা বিল্ডিংয়ে মাস্ক না পরা কি বেআইনি। এরপর পুলিশ ফিরে যায়। এরকম তুচ্ছ ঘটনা নিয়ে মাথা ঘামানোর চেয়ে অনেক বড় কাজ নিয়ে থাকতে হয় পুলিশকে। তিনি বলেন মাস্ক পরিনি, কারণ, লিফ্ট থেকে নেমে প্রধান দরজার দিকে যেতে মাত্র কয়েক পা হাঁটতে হয়। তাই আর মাস্ক পরিনি।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: