West Bengal

অভিযুক্ত প্রার্থী

উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে এফআইআর লকেট চট্টোপাধ্যয়ের বিরুদ্ধে।

সোমবার হুগলির চণ্ডীতলায় রাম নবমীর মিছিল বের করে বিজেপি। সেই মিছিলকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। ওই ঘটনায় ২০ বিজেপি সমর্থককে গ্রেফতার করে।ওই গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার কামারকুণ্ডুতে হুগলি গ্রামীন জেলা পলিশ  সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভের নেতৃত্ব ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবী মলয় মজুমদারের অভিযোগ ওই বিক্ষোভ সমাবেশে মাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে  পারে এমন উস্কানিমূলক বক্তব্য রাখেন লকেট।সেই কারনে বুধবার লকেটের বিরুদ্ধে চুঁচুড়া থানায় এফআইআর করেন মলয় মজুমদার। পাশাপাশি তিনি হুগলির জেলাশাসক ও চন্দননগর কমশিনারেটেও লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর কাছে অভিযোগের সমর্থনে তথ্যপ্রমাণ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ এনিয়ে ব্যবস্থা না নিলে আদালতে মামলা করা হবে।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: