West Bengal
অভিযোগের মুখে সাংসদ
বৃহস্পতিবার রামপুর হাট বিধানসভার মহম্মদবাজারের ডামরা এলাকায় তৃণমূল প্রাথী শতাব্দী রায় ভোট প্রচারে বেরিয়ে সাংসদ তহবিল থেকে মোট কত টাকায় এলাকায় কিকি খরচ করে এলাকা উন্নয়ন করেছেন তার ফিরিস্তি দিতে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়েন। তবে এদিনই বীরভূমের দীঘল গ্রামে কংগ্রেসের কিছু স্হানীয় নেতারা সাংসদ শতাব্দী রায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন।