অভিযোগ হীন গ্রেফতার , রাজনৈতিক চক্রান্তের গল্প
আদালতে আসামী তোলার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর।
অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করে আদালতে আসামী তোলার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। উত্তেজনা তৈরি হয় আদালত চত্ত্বরে। খবর পেয়ে ঘটনা স্থলে এসেন বনগাঁর এস ডি পি ও। তার হস্তক্ষেপে আসামীকে আদালতে তোলা হয়। শনিবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগণার বনগাঁ মহকুমা আদালতে।
সূত্রের খবর, গতকাল বনগাঁ হরিদাস পুর এলাকায় একটি ভেরির পারে কৃষ্ণ রায় নামের এক ব্যক্তি অসাভাবিক মৃত্যু হয়। এই ঘটনায় রাতে ভেরির মলিক তারক দেবনাথকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলার সময় এলাকাবাসি পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ কৃষ্ণের ইলেকট্রিক শকে মৃত্যু হয়েছে। ফলে তার পরিবারের লোক কারোর নামে থানায় কোন অভিযোগ করেনি। তারক বিজেপি করায় পুলিশ তৃণমূলের কথায় তাকে গ্রেপ্তার করেছে। তারকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে
এই বিষয় বিজেপির জেলা সহ সভাপতি দেবদাস মণ্ডল বলেন তারক আমাদের কর্মী। তৃণমূল চাক্রান্ত করে তাকে গ্রেপ্তার করিয়েছে।সমস্ত অভিযোগ অশিকার করে তৃণমূল পক্ষ থেকে জানান হয় এই ঘটনার সঙ্গে আমাদের কোন যোগ নেই। পুলিশ সূত্রে খবর, পরিবারে অভিযোগ পেয়েই তারকে গ্রেপ্তার করা হয়েছে।