অমিত শাহের লক্ষ পূরনে :নতুন ১ কোটি সদস্যের দিকে এগোচ্ছে বাংলা বিজেপি
মুকুল-অর্জুন ভরসা ছেড়ে রাজ্য বিজেপি নতুন সদস্যের দিকে এগোচ্ছে , অমিত শাহ কে দেওয়া কথা রাখতে মরিয়া দিলীপ বাহিনী।
সালানপুর ব্লক অন্তর্গত সিধাবাড়ির বাসকেটিয়া কমিউনিটি হলে ভারতীয় জনতাপার্টির এক দলীয় মিটিং এর আয়োজন করা হয় ,যেখানে বারাবনী বিধানসভার দলীয় কর্মীদের নিয়ে মেম্বারশিপ গ্রহণের উদ্দেশ্য এক সভার আয়োজন করা হয় ।এই সদস্য গ্রহণ পর্ব গত 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখ্যপাধ্যাই এর জন্ম দিন।
থেকে 10 আগস্ট পর্যন্ত এই এই মেম্বারশিপ অভিযান চলবে ।অমিত সাহের নির্দেশ অনুসারে বাংলায় এক কোটি সদস্য গ্রহণের লক্ষ্য দিয়েছেন। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই এই সাংগঠনিক বৈঠক ।এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি লক্ষণ ঘুরুই ,জেলা সম্পাদক সুব্রত মিশ্র ,জেলার স্থায়ী সদস্য শুভাশীষ ভট্টাচার্য , জেলা কমিটির স্বপন রায় , জিতেন রাজওয়াল, বাদল পাল , বিশ্বজিৎ তেওয়ারি , উত্তম সেন , তীর্থ সেন ,জেলা মহিলা মোর্চার মুনমুন ভট্টাচার্য, মন্টু গাঙ্গুলি, গোপাল মন্ডল সহ বহু কর্মী সদস্য ।