অমানবিক !
রঘুনাথগঞ্জঃ- মিডডে মিলে একটা ডিম বেশি চাওয়ায় ৩বছরের শিশু ছাত্রের প্যান্টের মধ্যে গরম খিচুড়ি ঢেলে পুড়িয়ে দিল স্কুলের শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে রঘুনাথগঞ্জ থানার খিদিরপুর আই সি ডি এস স্কুলে। দগ্ধ অবস্থায় শিশুটিকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর শুক্রবার সকালে সৈয়দ আফ্রিদি নামে ৩বছরের শিশু ছাত্র স্কুলে মিডডে মিলের খাবার খাওয়ার সময় বাড়তি একটি ডিম চেয়ে আবদার করেছিল। আর তাতেই ক্ষিপ্ত হয়ে স্কুলের শিক্ষিকা শেহরী বেওয়া ওই শিশু ছাত্রের প্যান্ট খুলে পশ্চাদ দেশে গরম খিচুড়ি ঢেলে দেয় বলে পরিবারের লোকের অভিযোগ। পরিবারের লোক খবর পেয়ে শিশুকে উদ্ধার করে এবং দগ্ধ অবস্থায় শিশুকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। শিক্ষিকার নামে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত শিক্ষিকা পলাতক বলে জানা গিয়েছে।