অরূপ গড়ে শোভনদেবের আবিরভাব : নিউ আলিপুর ফ্রেইন্ডস এসোসিয়েশন এর খুঁটি পুজো
হাত বাড়ালেই আরেক মন্ত্রী। অন্যদিকে কলকাতার বড় পুজো কর্তা।কেন নেই , বিবাদ বড় বালাই। বিবাদের বিসর্জন কবে কেও জানেনা।
৭৪ বছরে পদার্পন , মূলত তৃণমূলের দখলে থাকা পুজো। আগে কোন এক সময়ে কংগ্রেসীরাই এই পূজ্য কর্তা ছিলেন পরে বামেরা থাকলেও অনেক দূর থেকে। বরাবরের এই পুজো ৭৪ বছরের হলেও এবার মন্ত্রী শোভনদের অভিভাবকত্বে এই পুজো জনমানসে আসতে শুরু করেছে। এই উপলক্ষে হয়ে গেল নিউ আলিপুর ফ্রেইন্ডস এসোসিয়েশন এর খুঁটি পুজো।
উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও প্রবীণ নেতা শোভনদেব চ্যাটার্জী , দেখা গেল না এলাকার পৌর প্রতিনিধিকে ও এলাকার বিধায়ককে। তবে ছোট ও মাখারি নেতার উপস্থিতি ছিল ভালোই। দেখার কথা এই পাড়াতে অনেক বেশি অল্প বয়েসী ছেলেরাই এর উদ্যোক্তা যেটা এখন বিরল বললেই চলে। কলকাতার পুজো কে কেন্দ্র করে পুরস্কারের ডালি অনেকটাই দখল করেছে বিগত দিনে সুরুচি , বলা বাহুল্য রাজ্যের প্রভাবশালী মন্ত্রীর পুজো বলে কথা। সব থেকে বড় বাজেটের পুজোর মধ্যে অন্যতম এই নিউ আলিপুর সুরুচি। আর এই একই অঞ্চলে শুরু হল ৭৪ বছরের পুজো কে কেন্দ্র করে পাল্লা দেবার ভাবনা। এবছর না হলেও পরের বছরের বড় চ্যালেঞ্জ কে বলতে না পারে।মাথায় যখন মন্ত্রী মশাইয়ের হাত আছে।