অর্জুন সিংহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ! সঙ্গে কয়েকশো বিজেপি কর্মীর জমায়েত
ভাটপাড়াকাণ্ডের প্রতিবাদ, বারাকপুর কমিশনারেটে স্মারকলিপি জমা দিলেন অর্জুন সিং
প্রতিবাদ ভাটপাড়াকাণ্ডে, কমিশনারেট ঘেরাও বারাকপুরে, সাংসদ অর্জুন সিং নেতৃত্বে চলছে ঘেরাও অভিযান। বেলা ১১. ৪০ থেকে থানা ঘেরাও কর্মসূচি শুরু,ঘণ্টা খানেকের জন্য ভারী বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় কর্মসূচি শুরু করতে দেরি হয় । তারপর দুপুরে নিহতের দেহ নিয়ে হবে মিছিল। বিজেপি কলকাতাতেও হবে এদিন প্রতিবাদ মিছিল করবে।
নবান্নের নিদানে বারাকপুরের পুলিস কমিশনারকে সরিয়ে দেয় । কাজে যোগ দিচ্ছেন বারাকপুরের নতুন পুলিস কমিশনার মনোজ শর্মা। এবিষয়ে অর্জুন সিং বলেন, ”বারবার পুলিস কমিশনার বদল করা হলেও এভাবে শান্তি ফিরবে না। সমস্যার সমাধান হবে না। সিপি এলেও মুখ্যমন্ত্রী তাঁর কাজে হস্তক্ষেপ করবেন। বারাকপুরে সিপি-র চেয়ারটা মিউজিক্যাল চেয়ার হয়ে গিয়েছে।”
সমগ্র ভাটপাড়া ও সংলগ্ন এলাকায় জারি রয়েছে ১৪৪ জারি। চলেছে পুলিসি তল্লাশি রাতভর । আজ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিস।আজ ভাটপাড়ায় যাচ্ছে বিজেপির ৩ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল।শুরু হয় কাঁকিনাড়ায় শুক্রবার সকালে বোমাবাজি হয়। দুই যুবক বাইকে এসে কাঁকিনাড়া বাজারে বোমা ছুড়ে পালিয়ে যায়। পুলিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে । বিক্ষোভ চলে DC DD অজয় ঠাকুরকে ঘিরেও । স্থানীয়দের বাসিন্দাদের অভিযোগ, পক্ষপাতদুষ্ট আচরণ করছে পুলিস। এর পর ঘোষপাড়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। থমথমে রাস্তাঘাট, শুনশান এলাকা। ভাটপাড়াকাণ্ডে হবে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত বলে জানা গেছে ।