অল্প পুঁজির ব্যবসা , আপনার ব্যবসার বিজ্ঞাপন আমরাই করবো : ফোন করুন ৮০১৭৪০২৫৩৯
আপনি নির্বাচন করুন কি ধরণের ক্রেতা চাই । নির্দিষ্ট এলাকা , নির্দিষ্ট বয়েস , পুরুষ কিংবা মহিলা অথবা নির্দিষ্ট কোন আয় স্তরের মানুষই কি আপনার ক্রেতা। তাহলেও কোন সমস্যা নেই , আপনি পৌঁছাতে পারেন আজই।
আপনি ব্যবসা করতেই পারেন , চেষ্টার কসুর করছেন না , আপনার ব্যবসার গুনগত মান খুবই ভালো। কিন্তু সমস্যা সাধারণ মানুষ জানবে কি ভাবে। হয় আপনাকে বড় বড় বিজ্ঞাপন দিতে হবে রাস্তায় কিংবা সংবাদ মাধ্যমে , কিন্তু সে তো বড়সর খরচ , কে দেবে এই টাকা। সে ক্ষেত্রে একটা গৌরী সেনের দরকার। যদিও বা গৌরী সেনের দেখা পান কিন্তু কতদিন। সবকিছুর তো একটা অন্ত আছে। তাহলে …..
ব্যবসা করতে গেলে প্রয়োজন টাকা, সাবেক কাল থেকেই এই ধারণা প্রচলিত। আমরা সকলেই নানা সময়ে শুনে এসেছি, বড় রকমের মূলধন জোগাড় করতে না পারলে নাকি ব্যবসায় নামাই উচিত্ না।
সত্যিই কী তাই? নাকি উদ্ভাবনী, দক্ষতা, শ্রম আর সৃজনশীলতা দিয়ে নেহাতই অল্প টাকায় ব্যবসা শুরু করা সম্ভব ?
অল্প টাকায় ব্যবসার আইডিয়া পেতে আপনার চারদিকে তাকান, মানুষের চাহিদা বোঝার চেষ্টা করুন, ভাবুন কোন কোন পরিষেবার অর্থের বিনিময় কিনতে আগ্রহী তারা আর তার মধ্যে কোন চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় দক্ষতা আপনার রয়েছে। আগ্রহ, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা শক্তিই ছোট ব্যবসার সাফল্যের চাবিকাঠি।
অল্প খরচে আপনার ব্যবসার বিজ্ঞাপন কয়েক লক্ষ্য মানুষের হাতের মুঠোতে পৌঁছাতে পারেন আমাদের মাধ্যমে কিভাবে ,জানতে ফোন করুন “বিজ্ঞাপন বিভাগ ওপিনিয়ন টাইমস ৮০১৭৪০২৫৩৯ ”