West Bengal

অশান্তিতে আটকে জলের মাছ

গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বন্ধ পাতিপুকুর মাছ বাজার

রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ পাতিপুকুর মাছ বাজারে একটি গাড়িতে মাছ নামিয়ে বসেছিল মৎস সমিতির সৌভিক আদক এবং সুমন চক্রবর্তী। ওই সময়  হঠাৎই এদের উপরে চড়াও হয় মৎস্য উন্নয়ন সমিতির অপর এক গোষ্ঠী। বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ওই গোষ্ঠীর বিরুদ্ধে।টালা থানার পুলিশ এসে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনার জেরে সোমবার পাতিপুকুর মাছ বাজার বন্ধ রয়েছে।আজ সকালে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছে এলাকায়। মাছ বাজারের পরিস্থিতি স্বাভাবিক না হলে সমস্যায় পড়বে ছোট মাছ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: