অশোকনগরে বিএসএনএল অফিসে ভয়াবহ আগুন ক্ষতির পরিমাণ 35 কোটি টাকা।
এটা চক্রান্ত না দুর্ঘটনা প্রশ্ন জনতার , সাধারণ মানুষ বলছে বড় দুর্নীতি ঢাকা দিতে এই আগুন

সূত্রের খবর গত কাল রাতে আনুমানিক ঠিক আড়াইটার সময় সিকিউরিটি গার্ড দেখতে পায় বি এস এন এল অফিসের ভিতোর থেকে আগুন বেরায়। তাই দেখে ফায়ার বিগেট কে ফোন করে। ফোন কেউ না উঠানো দে সিকিউরিটি গার্ড সাইকেল নিয়ে রাত আড়াইটার সময় ফায়ার বিগেট অফিসে যায় ।সেখানে গিয়ে কর্মরত অফিসার দের ডাক দেয় তারপর এসে বলেন বিএসএনএল অফিস আগুন লেগেছে। সাথে সাথে ফায়ার বিগেট এর দুটো ইঙ্গিত ঘটনাস্থলে উপস্থিত হয় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসারদের অনুমান এস এস শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
আগুন নেভাতে নাকাল হতে হয় দমকল বাহিনীকে , পুলিশ ও জনতা বিবাধে কিছুটা কাজ ব্যহত হয়
বিএসএনএল অফিসের অফিসার বলেন আমার কাছে রাত পোনে তিনটে নাগাদ ফোন আসে অফিসে আগুন লেগেছে। সাথে সাথে আমি অফিসে চলে আসি এসে দেখি দাউ দাউ করে জ্বলছে অফিস ফায়ার বিগেট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অশোকনগরের যত জরুরি পরিষেবা যেমন পোস্ট অফিস, ব্যাংক, হাসপাতাল, ও ফায়ার বিগেট পরিষেবা টোটালি বন্ধ হয়ে আছে। যতদিন না এই মেশিন ঠিক হবে ততদিন এই পরিষেবা বন্ধ থাকে। আমাদের বলে ক্ষয়ক্ষতির পরিমাণ 35 কোটি টাকা।