অসহায়তার সুযোগ নিয়ে, ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ কিশোরীকে ! মুক্তি পাচ্ছে না কেউই !
কিশোরকালের জীবন খুবই স্পর্শকাতর, কিন্তু কী হয়, যখন সেই জীবনে বারবার কেউ তার কিশোরীত্ব কে নষ্ট করে ? ভয় পায় সেই ছোট্ট মন, প্রতিনিয়ত বাড়তে থাকে ভয়ের প্রকোপ।

@ দেবশ্রী : মেয়েদের সুরক্ষতা নিয়ে উঠছে বারবার প্রশ্ন। কোথাও তারা সুরক্ষিত অনুভব করতে পারছে না। প্রতিনিয়ত কোনো না কোনো মানুষবেশী জানোয়ার এর কাছে নিপীড়িত হচ্ছে। মেয়েদেরকে অসহায় মনে করে কিছু জন তাদের উপর চালাচ্ছে নির্মম অত্যাচার। এমনি একটি চাঞ্চল্যকর ঘটনা উঠে আসলো, উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে। এক কিশোরীর পোশাক বদলানোর ভিডিও তোলে এক যুবক এবং ক্রমাগত তাকে ব্ল্যাকমেল করে, ভয় দেখিয়ে, তার উপর শারীরিক অত্যাচার করে। এমনি এক অভিযোগ উঠে আসে। শুধু কয়েকবার না, টানা দেড় বছর ধরে চলে এই ঘৃণ্য কাজ। টানা দেড় বছর ধরে কিশোরীকে ধর্ষণ কী এ অভিযুক্ত যুবক। অভিযুক্তের নাম, অপূর্ব সাহা। তার বয়স ৩৩ বছর।
সূত্রের মাধ্যমে জানা যায়, সোদপুরের ঘোলা এলাকার বাসিন্দা ওই যুবক। এক কিশোরীর গোপন ভিডিও তোলে সে। আর তার পর থেকেই শুরু করে ব্ল্যাকমেলিং। অভিযোগ ওঠে টানা দেড় বছর, অভিযুক্ত যুবক, কিশোরীকে শোষণ করে। এই ঘটনা পরিবারের সদস্য যখনই জানতে পারেন, তৎক্ষণাৎ পুলিশের দ্বারস্থ হন কিশোরীর পরিবার। ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ লেখান। তারপর উপযুক্ত প্রমানের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেন নিশিন্দা থানার পুলিশ।
জানা যায়, অভিযুক্ত যুবকটি কিশোরীর সম্পর্কে আত্মীয় হয়। পরিবারের সবাই মিলে পুরিতে বেড়াতে গিয়েছিল। আর সেখানেই, লুকিয়ে কিশোরীর ভিডিও তুলেছিল ধৃত যুবক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে বলে হুমকি দিয়ে ক্রমাগত ধর্ষণ করে সেই কিশোরীর, বলে অভিযোগ জানানো হয়।
এখন কারোর পক্ষেই ভরসা করা হয়ে উঠেছে কঠিন কোন মানুষের কী আছে তা বলা সত্যিই তা বলা মুশকিল। রক্ষকই কখন ভক্ষকের বেশ ধরে নেবে তা বোঝা মুশকিল। সতর্কতা শুধু বাইরের লোকের থেকে না, সতর্কতা পরিবার পরিজনের থেকেও থাকতে হবে। কারন বিশ্বাস কাউকেই করা যায় না।