অসহ্য গরম থেকে স্বস্তি মিলতে পারে আজ ,বলছে আবহাওয়া দপ্তর
অবশেষে মিলতে চলেছে গরম থেকে স্বস্তি ,বিকেল বা সন্ধের পর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে
প্রচন্ড গরমের দাপটে প্রায় বিপর্যস্ত জনজীবন। দুপুরের পর কোনো কাজে বাইরে বেরোলে রাস্তায় হাঁটা চলা তো করা যাচ্ছেই না এমনকি গরমের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস,ট্যাক্সির দেখা পাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে। মেট্রোতেও ভিড়ের জন্য স্বস্তি মেলা দায়।সানগ্লাস বা ছাতার ব্যবহার করেও মিলছে না আরাম। সব মিলিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তবে আজ বিকেল বা সন্ধ্যের পর থেকে একটু হলেও এই অবস্থা থেকে মুক্তি মিলতে পারে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। যদিও আর্দ্রতাজনিতকারণে অস্বস্তি থাকছেই তবুও বৃষ্টির জন্য তাপমাত্রা খানিকটা কমে কিছুটা স্বস্তি পাবে জনজীবন। এমনিতে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ডিগ্রি সেলসিয়াস একে তাপপ্রবাহ বলা চলে না যদিও তবুও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আর্দ্রতার পরিমান যেহেতু ভালোই, বৃষ্টি হলে এই অবস্থা থেকে কিছুটা হলেও অব্যাহতি মিলবে বলেই মনে করছে জনতা।