Sports Opinion

অস্ট্রেলিয়ার দাপট কমাতে মাঠে চলবে ভারতের দাদাগিরি।

টেস্টে প্রথম স্থানে ভারত, তবে অব্যাহত কী থাকবে সেই জয় অস্ট্রেলিয়ার মাঠে ?

@ দেবশ্রী : টেস্ট ম্যাচে দাপটে ঘরের মাঠে খেলছে অস্ট্রেলিয়া। গাব্বায় প্রথম টেস্টে পাকিস্তানকে হারানোর পরে অ্যাডিলেডেও অজিদের দৌরাত্ম্য অব্যাহত। এই মুহূর্তে টেস্ট ম্যাচে দাপিয়ে বেড়াচ্ছে অস্ট্রেলিয়া, কোনো টিম হারাতে পারছেনা তাদের। ডেভিড ওয়ার্নারদের এই দাপট দেখার পরে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, স্যর ডনের দেশে এই অজি দলের বিরুদ্ধে ‘দাদাগিরি’ দেখাতে পারে একমাত্র ভারতই।

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জেতার পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭৬ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দু’ নম্বরে। এবং ৩৬০ পয়েন্ট নিয়ে ভারত এখন এক নম্বরে। পাকিস্তানকে হারানোর পরে ভন টুইট করেছেন, ‘এই কন্ডিশনে যদি অস্ট্রেলিয়াকে কেউ হারাতে পারে তা একমাত্র ভারতীয় দল।’

তাঁর মতে, এই মুহূর্তে অজিদের হারানোর ক্ষমতা রয়েছে কেবল ভারতের। ভনের এ হেন মন্তব্যের উত্তরে এক ভক্ত লিখেছেন, ‘খুবই কঠিন সিরিজ হতে চলেছে আসন্ন গ্রীষ্মে। বছরের সেরা সিরিজ বললেও কোনো ভুল বলা হবে না।’ আর এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ‘ভারতের যা শক্তি তাতে খুব সহজেই সিরিজ জিতে নিতে পারে।’

পাকিস্তানের পরে অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। নতুন বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় যাচ্ছে ভারতীয় দল। সেই সিরিজের দিকেই তাকিয়ে সব ক্রিকেট প্রেমীরা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: