Science & Tech
অ্যাভেঞ্জার্স জ্বরে সামিল গুগল-ও
গোটা বিশ্বের তালে তাল মিলিয়ে গুগলও এবার সামিল হলো ,অ্যাভেঞ্জার্স জ্বরে
ইনফিনিটি ওয়ারের সময় বিশ্বের অর্ধেক জনসংখ্যা মুছতে থোনাস ব্যবহার করেছিল ইনফিনিটি স্টোন আর গুগল থেকে সার্চ রেজাল্ট মোছার জন্য এই ফর্মুলাই ব্যবহার করলো গুগল। অ্যাভেঞ্জার্স এন্ড গেম নিয়ে গোটা বিশ্বের সাথে এবার একসাথে তাল মেলালো গুগলও। এখন থেকে কোনো তথ্য ডিলিট করতে হলে থানস লিখে সার্চ করলেই হবে। তাহলেই মুছে যাবে সব তথ্য।ছবিটা মুক্তির পরই ছবিটা নিয়ে দর্শকদের উত্তেজনা চরমে তার মধ্যে গুগলের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি অ্যাভেঞ্জার্স ভক্তকুল। তবে যদি মুছে যাওয়া তথ্য ফিরিয়ে আনতে হয় সেক্ষেত্রে কি হবে !কি আবার !থানসের ধাতব দস্তানার ওপর দুবার ক্লিক করলেই ফিরবে হারানো তথ্য।