আইনজীবীদের পেন ডাউনে বিচার ব্যবস্থা শিকেয় উঠেছে
সর্ষের মধ্যে ভূত , কে দেবে শাস্থি আইন মন্ত্রী ভোট কুড়াতে ব্যস্ত - মুখ্যমন্ত্রী বিজেপি সামলাতে ব্যস্ত - মার খেয়ে অপমানের জ্বালা জুড়াতে কোর্ট বন্ধ আর বিচার ব্যবস্থা বড় বাড়ি আর ঠান্ডা গাড়িতে আবদ্ধ অভিযোগ আমজনতার।
লক্ষ্য লক্ষ্য মামলা বাকি , অসহায় বিচার প্রার্থী দের কথা কেও ভাবে না। আজ মেদিনীপুর থেকে
রাজ্য জুড়ে আইনজীবীদের পেন ডাউন আন্দোলন চলছে। আজ পূর্ব মেদিনীপুরে তমলুক জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো জেলা আদালতের দুই বার কাউন্সিলের আইনজীবীরা। কাঁথি কোর্টের আইনজীবীরাও এদিন বিক্ষোভ মিছিল বের করে ৷
হাওড়া কোর্টে আইনজীবীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে এই পেন ডাউন আন্দোলন শুরু হয় আইনজীবীদের ৷ এই আন্দোলন চলবে আগামী ২১ মে পর্যন্ত ৷ এদিন তমলুকের দুটি বারের সমস্ত আইনজীবীরা বুকে কালো ব্যাচ লাগিয়ে জেলা জজের হাতে স্মারকলিপি তুলে দেন। পরে মোটরসাইকেল রেলি করে জেলা শাসকের দপ্তরে অতিরিক্ত জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন তারা। আইনজীবীদের দাবি হাওড়ার দোষী পুলিশ কর্মীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে । অন্যদিকে কাঁথি বার এসোসিয়েশনের পক্ষ থেকেও বিক্ষোভে সামিল হন আইনজীবীরা।