Entertainment

আইনি সংঘাত শুরু হল “বালা” ও “উজড়া চমন”-এর নির্মাতাদের মধ্যে

দুই ছবির নির্মাতারা একে ওপরের বিরুদ্ধে কনসেপ্ট চুরির অভিযোগ তুললেন

তানিয়া  চক্রবর্তী  :    দুটি ছবির ভাবনা একরকম। এমনকি পোস্টারও প্রায় একই বলা চলে। শুধু তাই নয়, দুটি সিনেমাই মুক্তি পেতে চলেছে প্রায় একই সময়ে। এই সব বিষয় নিয়ে চাপ সৃষ্টি হয়েছে “বালা” এবং “উজড়া চমন” -এর নির্মাতাদের মধ্যে। আইনি সংঘাতে নেমেছেন দুই ছবির নির্মাতারা।

সূত্রের খবর, “বালা” -এর নির্মাতাদের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের এবং কনসেপ্ট চুরির অভিযোগে আইনি লড়াইয়ে নেমেছেন “উজড়া চমন” -এর নির্মাতারা। আর তা নিয়েই আপাতত দুই ছবি নির্মাতাদের মধ্যে সংগ্রাম শুরু হয়েছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d