Sports Opinion
আইপিএল থেকে নির্বাসিত হতে পারে পাঞ্জাব
জাপানে গ্রেপ্তার দলের মালিক , নির্বাসিত হতে পারে পাঞ্জাব

জাপানে গ্রেপ্তার হলেন ‘কিংস ইলেভেন পাঞ্জাব’ দলের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া। জাপানে বেড়াতে গিয়ে মাদক-সহ গ্রেপ্তার হন তিনি। তাঁর এই গ্রেপ্তারে প্রশ্ন উঠছে আইপিএল-এ পাঞ্জাবের থাকা নিয়ে। ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের কর্ণধারদের নাম। তার জন্য নির্বাসিত করা হয়েছিল দুটো দলকেই। তবে এইবার যেহেতু দলের মালিক বিদেশে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাই আদেও পাঞ্জাবকে বাদ দেওয়া হবে কিনা এই নিয়ে সংশয় আছে। এখন সময় এর জবাব দেবে।