Life Style

আইলাইনার-কাজল সব মহিলাদেরই প্রিয়, জেনে নিন আইলাইনার-কাজল স্মাজ না করার সহজ উপায়

এই সব নিয়ম মেনে চললে দশ-বারো ঘণ্টা পরেও আইলাইনার-কাজল করবে না স্মাজ।

তানিয়া চক্রবর্তী  :    মহিলাদের মেকআপ ব্যাগে সবার আগে জায়গা করে নেয় আইলাইনার-কাজল। স্বল্প মেকআপপ্রেমী মহিলাদের কাছেও আইলাইনার-কাজলের গুরুত্ব অনেকবেশি। সেই কারণেই মহিলাদের কাছে স্মাজ না করা কাজল বা আইলাইনারই প্রিয়। দামি অঙ্কের টাকা ব্যয় করে এই সব প্রোডাক্ট কেনেন মহিলারা। কিন্তু তাতেও সমস্যা মেটে না।

দশ-বারো ঘণ্টা কাজল বা আইলাইনার ঘাঁটবে না –  এমন প্রতিশ্রুতি নানা সংস্থা দিলেও, অনেক সময় দেখা যায়, খুব দামি কিছু প্রসাধনী ছাড়া একটা সময়ের পর ঘেঁটে যায় প্রায় সব কাজল বা আইলাইনার। এছাড়া যে সব দামি কাজল বা আইলাইনার একেবারেই ঘাঁটে না, তাতে মিশে থাকে ক্ষতিকর রাসায়নিক। এই সব সমস্যার সমাধান নিয়ে এসেছি আমরা।  কাজল বা আইলাইনার পরার আগে কিছু নিয়ম মানলে স্মাজের ভয় আর থাকে না। সেগুলি জেনে নিন…..

  • কাজল পরার আগে চোখের পাশের অংশে ভাল করে সিসি ক্রিম লাগিয়ে নিন। এটি চোখের চারপাশের অতিরিক্ত তেল এবং আর্দ্রতা শুষে নেয়।
  • চোখের ওয়াটারলাইনে কাজল পরুন। এখানে কাজল বা আইলাইনার পরলে স্মাজ হওয়ার ভয় থাকে না।
  • কাজল পরার পর একটু শুকোতে দিন চোখ। এতে কাজল স্মাজ করে না।
  • কাজল পরার আগে চোখে কমপ্যাক্টের পাফ বুলিয়ে নিন। এতে চোখের আর্দ্রতা সরে যায়। কাজল এবং আইলাইনার বেশি ক্ষণ টিকে থাকে।   

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: