আইসিসির নিদান : ফৌজি চিহ্ন গ্লাভস পরে খেলতে পারবেন না ধোনি
বিশ্ব আঙিনায় ভারতীয় রাজনীতির ছোয়া চলবে না
বিশ্বকাপে এক নয়া বিতর্কের জন্ম দিলো ফৌজি চিহ্ন গ্লাসভ, ধোনির গ্লাভসে আর বলিদানের চিহ্ন থাকবে না , বিসিসিআই অনুরোধ উড়িয়ে দিয়ে বিশ্বক্রিকেটের সর্বোচ্য নিয়ামক সংস্থা আইসিসি জানিয়ে দিয়েছে যে ধোনি এই ধরণের গ্লাভস ব্যবহার করতে পারবেন না.
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় আধা সামরিক বাহিনীর চিহ্ন নিয়ে কিপিং গ্লাভসে ব্যবহার করেছেন ধোনি , শুরু হয়ে যায় বিতর্ক। আইসিসির নিয়ম অনুযায়ী কোন সংকেত ব্যবহার করা যাবে না।
ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার অনুরোধ সত্ত্বেও আইসিসি তার মেলে ভারতীয় বোর্ড কে জানিয়ে দিয়েছে এই লোগো নিয়ে খেলা চলবে না। আইসিসি নিয়ম হলো ম্যাচ চলা কালীন ক্রিকেটার তার সাজসজ্জা বা তার খেলার সরঞ্জম এ এমন কিছু ব্যবহার করতে পারবেনা যা কোন রাজনৈতিক,সামরিক বা ব্যানিজক অর্থে বহন করে । যে এই বার্তা না মানবে তারা শাস্তির মুখে পড়তে পারে।