Sports Opinion

‘আখরি দম তক, আখরি রান তক’ এর মন্ত্রও কাজ করলো না নাইটদের

আইপিএল থেকে বিদায় নিলো নাইটরা,মুম্বাইয়ে নিজের বাড়িতে বসে নাইটদের লড়াই ছাড়া আত্মসমর্পণ দেখলেন কিং খান

গত ৫ই  মে রবিবার আইপিএলএ মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিযান্স। সেই ম্যাচেই মুম্বাইয়ের কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিলো কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান যতই ‘চক দে ইন্ডিয়া’’র  কবির খানের মতো  ‘আখরি দম তক, আখরি রান তক’ এর মন্ত্র সেখান না কেন, আসলে তা যে বৃথাই গেলো তা সেদিন নিজের বাড়িতে বসেই দেখলেন তিনি।’  প্রসঙ্গত ‘করবো লড়বো জিতবো’র ম্যাজিক আইপিএল -এর প্রথম বর্ষে কাজে লেগেছিলো নাইটদের কিন্তু তারপরথেকে বারো বছরে  আর একবারও আইপিএল জেতেননি কলকাতা নাইট রাইডার্স।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: