Culture

” আগন্তুক ” এবছরের থিম : হরিদেবপুর ৪১ পল্লী দূর্গা পূজা কমিটি

সব খবর হরিদেবপুর ৪১ পল্লী পূজা প্রাঙ্গন " এবারের পাঞ্চ লাইন।সাহসী পদক্ষেপ নতুন আঙ্গিক ,অন্য ভাবনা হচ্ছে টা কি ?

হরিদেবপুর ৪১ পল্লী দাবি করছে , পুজো উদ্যোক্তারা দাবি করছেন এবারের পুজোতে হরিদেবপুর ৪১ আসতেই হবে নাতো মিস করবেন। এমন কি করছেন যাতে এই ধরণের দাবি করছেন দায়িত্বশীল পুজো কর্তারা , কৌতূহল অবশ্যই হবেন তার কারণ এমন কি হচ্ছে যে এই এমন দাবী করছেন উদ্যোক্তারা । যাই হোক সে দাবি কিন্তু ওপিনিয়ন টাইমস সরোজমিনে যা দেখলো তাতে বেশ বড়সড় আয়োজন বটেই। তবে শিল্পী অধরা থাকায় জানা গেল না এবারে কেন এই ধরণের দাবি করছেন ক্লাব কর্মকর্তারা।

ক্লাব কর্মকর্তারা পুজো যাতে সবাই ভালো ভাবে দেখতে পারেন তার জন্য সব রকমের ব্যবস্থা করছেন। শারীরিক ভাবে বিশেষ সক্ষম বেক্তিদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশু ও বৃদ্ধদের পুজো দেখানোর আয়োজনে বিশেষ নজর থাকবে , অগ্নিনির্বাপক ব্যবস্থাও করছেন সরকার বিধি অনুযায়ী। প্রতিমা আবহ , আলো তৈরি করছেন শিল্পী গৌরাঙ্গ কুইলা।

লোহার বাঁধনে গড়ে তুলছে পুরো মণ্ডপ সঙ্গে থাকছে কাঠ প্লাইউড বিবিধ জিনিস। ২০ থেকে ২২ জন কাজ করেছেন রাতদিন। তারা পূজা প্রাঙ্গনেই থাকছেন সঙ্গে আছেন ক্লাব কর্মকর্তারা পালা করে। কর্মকর্তারা আশাবাদী বিগত ৫ বছরে রেকর্ড ভিড় টানবে এবার তার কারণ এবারের থিম আগন্তুক আর এবারের পাঞ্চ লাইন সব খবর হরিদেবপুর ৪১ পল্লী।

বাড়ী থেকে বারোয়ারী , শুধু মাত্র ৩৩ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন হচ্ছে , সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । আর এই নিয়ে জমজমাট আড্ডা হরিদেবপুর ৪১ পল্লী থেকে । নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: