Weather

আগামী দুদিন হবে ভারী বৃষ্টি, জারি হল সতর্কতা

বৃষ্টি ঝরলেও, কাটবে না অস্বস্তি

দেবশ্রী কয়াল : এখনও জারি থাকবে বৃষ্টি। এত তাড়াতাড়ি নিচ্ছে না সে বিদায়। বুধবার নতুন করে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উডিষ্যা তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ও বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে বৃষ্টির পরিমান বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামীকাল বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি বেশি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

সূত্রের খবর উপকূলে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অর্থাৎ বৃষ্টি হলেও কিন্তু অস্বস্তি থেকে মুক্তি নেই। সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

Tags
Show More

Related Articles

Leave a Reply

Back to top button
Close
Close
%d bloggers like this: