আগামী বছর উচ্চ মাধ্যমিক শুরু ১২ মার্চ থেকে
জেনে নিন কোন দিন থাকব কোন বিষয়ের পরীক্ষা
২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ মার্চ আর শেষ হবে ২৭ মার্চ। শুক্রবার এ বিষয়ে বিবৃতি জারি করেছে উচ্চ শিক্ষা সংসদ।
ওই নির্দেশিকায় বলা হয়েছে :-
১৬ মার্চ হবে – জীববিদ্যা, বিজনেস স্টাডিস, রাষ্ট্রবিজ্ঞান।
১৭ মার্চ : হেল্থ কেয়ার, অটো মোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিজ— ভোকেশনাল সাবজেক্ট।
১৮ মার্চ: গণিত, মনোবিদ্যা, নৃতত্ত্ব, কৃষিবিদ্যা, ইতিহাস।
১৯ মার্চ: কম্পিউটার বিজ্ঞান, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সঙ্গীত ও ভিস্যুয়াল আর্টস।
২১ মার্চ: কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং, দর্শনশাস্ত্র ও সমাজবিজ্ঞান।
২৩ মার্চ: পদার্থবিদ্যা, পুষ্টি বিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান ও হিসাবশাস্ত্র।
২৫ মার্চ: রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পারসি, আরবি ও ফরাসি।
২৭ মার্চ: পরিসংখ্যান বিজ্ঞান, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
এই বিজ্ঞপ্তি জারির আগেই অবশ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পরীক্ষার সূচি দিয়েছিলেন। কিছুক্ষনের মধ্যেই উচ্চ শিক্ষা সংসদের ওয়েবসাইটে ওই পরীক্ষা সূচি প্রকাশ করা হয়।
