Culture
আজকের দিনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা : খড়গপুরে
আনন্দধারা মঞ্চে চাঁদের হাট , খড়্গপুর সহ রাজ্যের কৃতি মানুষেদের উপস্থিতি
পশ্চিমবঙ্গ গনত্রান্তিক লেখক শিল্পী সংঘের খড়গপুর শাখার আয়োজনে আজকের সন্ধ্যে বেলায় পরিবেশিত হবে এই সাংস্কৃতিক সন্ধ্যা।থাকবে গুণীজন সংবর্ধনা , একক সঙ্গীত -নৃত্য , সমবেত সংগীত – নৃত্য ও শ্রুতি নাটক সঙ্গে থাকবে একটি আলোচনা চক্র বিষয় ” আজকের দিনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা ” . অনুষ্ঠানের টি হবে খড়্গপুর গোলবাজার দুর্গামন্দির প্রাঙ্গনে, সময় বিকেল ৫.৩০ মিনিটে।
এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে ওপিনিয়ন টাইমস এ https://www.facebook.com/opiniontimes.in/