আজ থেকে প্রতি মিনিটে কলচার্জ ৬ পয়সা,কল করলে টাকা কাটবে জিও
গ্রাহকদের জন্য টপআপ রিচার্জ আনল জিও।

প্রেরণা দত্ত : সম্পূর্ণ বিনামূল্যে ফোনকলের সুবিধা শেষ৷ জিও নম্বর থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে আর কল করা যাবে না। আগামিকাল অর্থাৎ ১০ অক্টোবর জিও থেকে এয়ারটেল, ভোডাফোনে কল করতে গেলে এবার প্রতি মিনিটে লাগবে ৬ পয়সা। এতদিন জিও-র নানাবিধ অফার এবং প্ল্যানে বিনামূল্য কলে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন গ্রাহকরা৷দেশের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও ঘোষণা করেছে,অন্য নেটওয়ার্ক এ করা ভয়েস কল এর জন্য এখন থেকে তাদের গ্রাহকদের প্রতি মিনিটে এই ৬ পয়সা করে দিতে হবে।
গ্রাহকদের জন্য নতুন টপআপ প্ল্যান আনল জিও,১০ টাকার রিচার্জ করলে মিলবে অন্য নেটওয়ার্কে ১২৪ মিনিট বিনামূল্যের কল। সঙ্গে ১ জিবি ডেটা। । আবার ২০ টাকার রিচার্জ করলে অন্য নেটওয়ার্কে কল করা যাবে ২৪৯ মিনিট। ২ জিবি ফ্রি ডেটা। ৫০ টাকা রিচার্জ করলে মিলছে অন্য নেটওয়ার্কে ৬৫৬ মিনিটের বিনামূল্যের কল। সঙ্গে ৫ জিবি ডেটা। ১০০ টাকার রিচার্জে ১৩৬২ মিনিট অন্য নেটওয়ার্কে কল। সঙ্গে ১০ জিবি ডেটা।
কোনও ভাবে গ্রাহকদের ওপর চাপ দিতে চায় না জিও৷ তাই জানানো হয়েছে যে বাড়তি মূল্যের কলচার্জের জন্য মিলবে বাড়তি ডেটার সুবিধা৷জিও থেকে জিও ফোনে কোনও চার্জ লাগবে না৷ এছাড়াও জিও থেকে কোন ল্যান্ডলাইনে ফোন করলেও গুণতে হবে না বাড়তি টাকা৷জিও বিবৃতিতে জানিয়েছে, গত ৩ বছরে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়াকে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ দিতে সংস্থার খরচ হয়েছে ১৩,৫০০ কোটি।