আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, ২০১৯
বুধবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করা হলো । আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ সোমাত্মানন্দ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং একসাথে পতাকা দেখিয়ে মাদক বিরোধী দিবস র্যলির শুভ সূচনা করেন। এই র্যলি শুরু হয় আসানসোল পোলো ময়দান থেকে শুরু করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এই র্যলিতে আসানসোলের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা মাদক বিরোধী দিবস র্যলিতে অংশগ্রহণ করেন । এই মাদক বিরোধী নিয়ে একটি অনুষ্ঠান ও করা হয় আসানসোলের শরৎ মঞ্চে। যেখানে সকল মানুষকে বোঝনো হয় মাদক থেকে কিভাবে মুক্তি পাওয়া এবং বন্ধু বান্ধবরা কিভাবে এর নেশা থেকে মুক্তি পাওয়া যায়। সেই দিয়ে বোঝানো হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে।
ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হলো বিধান নগর পুলিশ কমিশনারেট এর তরফ থেকে।সল্টলেকের তিন নাম্বার আইল্যান্ড থেকে মিছিল শুরু হয়।এই মিছিল এর উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বোস, অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী(দেব),ফুটবলার পিকে ব্যানার্জি, বিধান নগর পুলিশ কমিশনার সহ বিভিন্ন স্কুল এর ছাত্রছাত্রী ও পুলিশ আধিকারিক।পতাকা নেড়ে এই মিছিলের উদ্বোধন করা হয়।ট্যাবলো থেকে শুরু করে হাতে সচেতনতা মূলক প্ল্যাকেট নিয়ে মিছিল করা হয়।