আপডেট দুপুর দুপুর ৩ টে : লাইভ @লোকসভা ভোটের আজ পঞ্চম পর্ব ,কেন্দ্রে ৫১ ও রাজ্যে ৭টি আসনে ভোট
চারিদিকে উত্তেজনা ,নিরাপত্তা নিয়ে জোর বিতর্ক পঞ্চম দফার ভোটে
রাজ্যে চলছে পঞ্চম দফার ভোট ,তার মধ্যেই বিক্ষিপ্ত অশান্তি বিভিন্ন জায়গায়। ব্যারাকপুরে আমডাঙায় ১১৯,১২০,১২১ নাম্বার বুথে বহিরাগতরা ডুকে পড়ায় তাদের তারা করে পুলিশ। ভোটারদের ভোট দিতে বাঁধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করা হচ্ছে।অভিযোগের তীর তৃণমূলের দিকে। অন্যদিকে বুথে বিজেপি এজেন্ট না থাকায় প্রিসাইডিং অফিসার কে ধমকালেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। তিনি অভিযোগ করেছেন বুথে ভুঁয়ো এজেন্ট রাখা হয়েছে তাই বুথের বাইরে এসে ধমক দিলেন এজেন্টকে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে হুগলির ধনেখালিতে। তবে লকেট চ্যাটার্জীর এই মন্তব্ব্য নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছেন। সোমবার ৬ই মে পঞ্চম দফা নির্বাচনে ব্যারাকপুরে আক্রান্ত হন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি জানিয়েছে মমতা ব্যানার্জি ভোটে জেতার জন্য এটা করিয়েছে। সব মিলিয়ে পঞ্চম দফার ভোটে উত্তপ্ত রাজ্যের বেশ কিছু জায়গা।