Entertainment

আপাতত ছবির কাজ নেই তাই সোশ্যাল মিডিয়ায় না জিম আর কলেজ ,বাড়ি নিয়েই ব্যস্ত ‘এক যে ছিল রাজা ‘র নায়িকা

আপাতত হাতে কোনো ছবির কাজ নেই তাই দ্বিতীয় বর্ষের পরিক্ষার দোহাই দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরলেন নন্দিনী

সোশ্যালমিডিয়ার যুগে আর পাঁচটা  সাধারণ মানুষের মতো সেলিব্রিটিরাও তাদের হাল হাকিকত শেয়ার করেন ফেইসবুক বা ইনস্ট্রাগ্রামে। উড়নচন্ডী এবং এক যে ছিল রাজা র পর টলিউডের বেশ পরিচিত মুখ রাজনন্দিনী পাল।  আমার আপনার মতো রোজই সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারতেন তিনি। কিন্তু হটাৎ তার হলো কি ?সোশ্যাল মিডিয়া থেকে একটু যেন দূরেই দেখা যাচ্ছে তাঁকে। প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান যে সামনেই নাকি তার দ্বিতীয়বর্ষের এক্সাম। ওদিকে হাতেও কোনো ছবির কাজ নেই ,বন্ধুরাও কলকাতা থেকে দূরে। তাই তাদের সঙ্গে বেরিয়ে ছবি তোলাও হচ্ছে না, যে ফেইসবুক বা ইনস্ট্রাগ্রামে ভাগ করে নেবেন। এছাড়াও শোনা যাচ্ছে কিছু মানুষজন বিশেষকরে মহিলারা নাকি তাঁকে নানান ভাবে আক্রমণ করছিলো। যাতে তাঁর মনে হচ্ছিলো, তাঁর দ্বারা কিছু মানুষের ক্ষতি হচ্ছে আর তাই এই বিরতি।সত্যিই তো বাপু এরম বললে কার না খারাপ লাগে !

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d