Health

আবারও একবার করোনার থাবা ভারতে, আক্রান্ত পেটিএম কর্মী !

ক্রমশ বাড়ছে সংখ্যা, এই নিয়ে হল ২৯।

@ দেবশ্রী : সারা বিশ্বে ছড়িয়ে আছে করোনার আতঙ্ক। ইতিমধ্যেই বিশ্বের ৭০টি দেশের ৯৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই করোনা ভাইরাসে। ভারতেও ক্রমে নিজের থাবা বিস্তার করছে এই মারণ ভাইরাস। প্রতিদিনই বেড়ে চলেছে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের তালিকাটা। এবারে তার মধ্যে নবতম সংযোজন গুরগাঁওয়ের এক পেটি এম কর্মী। চলতি সপ্তাহেই ইতালি থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছিলেন তিনি। আর ফিরেই হয়ে পড়েন অসুস্থ। পরীক্ষা করে তাঁর শরীরে মেলে এই মারণ ভাইরাস। বর্তমানে সফদরজং হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে ভারতীয় কর্মীর দেহে করোনা ভাইরাস মিলতেই ওই সংস্থার নয়ডা ও গুরগাঁওয়ের অফিস বন্ধ করে দেয় ই-ওয়ালেট সংস্থাটি। দফতর শুদ্ধিকরণের পরেই পুনরায় অফিস খোলা হবে বলে জানা গেছে সংস্থার পক্ষ থেকে। তবে দফতর বন্ধ থাকলেও ডিজিটাল লেনদেনে যাতে কোনও সমস্যা না হয় তারজন্য পেটি এম কর্মীদের বাড়ি থেকেই কাজ করার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি প্রতিটি কর্মী যাতে শীঘ্রই মেডিক্যাল পরীক্ষা করান সেই নির্দেশও দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।

পেটি এম কর্মীর শরীরে করোনা ভাইরাস মিলতেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯। এদের মধ্যে অবশ্য ১৬ জন ইতালিয় পর্যটক। বাকি ১৩ জন খোদ ভারতীয় নাগরিক। এদের মধ্যে কেরলে আক্রান্ত ৩ জন অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ইতিমধ্যে।

পেটি এম কর্মীর শরীরে করোনা ভাইরাস মিলতেই একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা নিজেদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার জন্য পরামর্শ দিচ্ছে। ১৪ দিনের জন্য গুরগাঁওয়ের অফিস বন্ধ করে দিয়েছে হাইপার-লোকাল অনলাইন প্ল্যাটফর্ম নিয়ারবাই। এই সময়ে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে সংস্থাটি। এর পাশাপাশি চিন, হংকং থেকে ফেরত কর্মীদের মেডিক্যাল পরীক্ষা করানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: