West Bengal
আবারও পথ দুর্ঘটনা, আহত ১২ জন
জামুরিয়া ধসল গ্রাম থেকে বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে জবা এলাকায় বাড়ি ফেরার সময় রানীগঞ্জ পাঞ্জাবীমোড় এলাকার সামনেই আমরাসতা গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে এসে সজোরে ধাক্কা মারলো। গাড়ির মধ্যে থাকা ১২ জন সদস্য ঘটনায় গুরুতর আহত হয় বলে জানা গিয়েছে। সকলকে পুলিশ স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল বলে জানা গিয়েছে। পুলিশ গাড়ি-সহ ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে।