Youth

আবারও ফেসবুকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার যুবক।

সোশ্যাল সাইট গুলিতে এখন যেমন বন্ধুত্ব হয় তেমনি বন্ধুত্বের নামে চলে প্রতারনা।

@ দেবশ্রী : সোশ্যাল সাইট যেমন মানুষের জীবনে আনন্দ দেয় তেমনি মানুষের জীবনের কাল ও হয়ে দাঁড়ায় কখনও কখনও। সোশ্যাল সাইটেই অনেক মানুষের সাথে হয় প্রতারণা। আর আবারও মেলে তেমন একটি চক্রের হদিস। মহিলাদের নাম ভুঁয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

তারপর তাকে বেধড়ক মারধরের পর অভিযুক্ত প্রতারককে পুলিসের হাতে তুলে দিলেন বাসিন্দারা। এই ঘটনাটি ঘটেছে দমদম থানা এলাকার রবীন্দ্রনগরের মানসিপাড়ায়। জানা যায়, ফেসবুকে মহিলাদের নামে অ্যাকাউন্ট খুলত অভিজিত্‍ বেরা নামে এক যুবক। আর তার পরেই তাদের কাছে থেকে টাকা আদায় করতো।

প্রথমে আলাপ জমিয়ে চাকরি দেওয়ার নাম করে অভিজিত্‍ তাদের কাছে টাকার দাবি করত। অনেককেই একটি বিমান সংস্থার ভুয়ো অ্যাপয়েনমেন্ট লেটারও দিয়েছিল সে। পরে সংস্থায় গিয়ে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, সেই চিঠি ভুয়ো। এই প্রতারণার বিষয়টি সামনে আসতেই প্রতারিতরা পাল্টা ফন্দি আঁটেন, যুবকের বিরুদ্ধে। তারপর পাড়ায় টাকা দেওয়ার নাম করে ডাকা হয় অভিজিত্‍‍কে। বড়দিনের রাতে সেই ফাঁদেই পা দেয় অভিজিত্‍। এরপরই তাকে মারধর করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। গোটা বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখছেন পুলিশ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: