Youth

আবারও মানসিক অবসাদে আত্মঘাতী পুলিশকর্মী !

ক্রমাগত উঠে আসছে একটি খবর, মানসিক অবসাদের কারনে পুলিশ কর্মীরা নিচ্ছে নিজেদের প্রাণ কারন তাদের মনের অসুখের হচ্ছে না কোনো চিকিৎসা।

@ দেবশ্রী : ঘটে যায় একটি রহস্যময় মৃত্যু। পুলিশকর্মীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পরে নিউটাউন এলাকায়। সোমবার সকালে পুলিশ বারাক থেকে উদ্ধার করা হয় পুলিশকর্মীর ঝুলন্ত মৃত দেহ। দেহ উদ্ধারের সাথে সাথেই তা ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঘটনার তদন্ত।

নিহত ওই পুলিশকর্মীর নাম বুবাই দাস।তিনি ছিলেন সিআইডি আধিকারিক অর্ণব জয়সওয়ালের নিরাপত্তারক্ষী। সোমবার সকালে হঠাত্‍ই নিউটাউনে পুলিশ বারাকের শৌচাগারে বুবাইয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর সহকর্মীরা। তড়িঘড়ি করে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠান। প্রাথমিক তদন্তের জেরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবক। তবে এই আত্মহত্যার পিছনে আর অন্য কোনও রহস্য হয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্রের মাধ্যমে জানা যায়, বেশ কিছুদিন ধরেই কিছুটা আনমনা থাকতেন বুবাই। তবে সে এইরকম একটা পদক্ষেপ নিতে পারে, তা কখনও ভাবতে পারেননি তাঁর সহকর্মীরাও। এদিনের ঘটনায় বাকরুদ্ধ তাঁরাও। ইতিমধ্যেই ওই যুবক পুলিশ কর্মীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। এখনও পর্যন্ত সন্দেহ রকম কোনো তথ্য আসেনি প্রাথমিক তদন্তের পর।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: