আবারও মেসি, ষষ্ঠবার ফিফার বর্ষসেরা ফুটবলার
২০১৯ সালের বর্ষসেরা 'দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার' পুরস্কার জিতে নিলেন লিওনেল মেসি।ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ভ্যান ডিককে পিছনে ফেলে ফের সেরার সেরা মুকুট জিতে নিল মেসি ৷
অগাস্টের শেষে মোনাকোয় লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছিলেন লিভারপুলের ডাচ তারকা ভার্জিল ভ্যান ডিক। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেই ২০১৯ সালের ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিভারপুলের সেন্টার ব্যাক ভ্যান ডিক।তাই অনেকেই হয়তো ভেবেছিলেন উয়েফার বর্ষসেরার মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হয়তো ভ্যান ডিকের কাছেই যাবে।কিন্তু ফিফা বর্ষসেরার পুরস্কারে ফাইনাল ভোটাভুটিতে মেসি পেয়েছেন ৪৬ পয়েন্ট।অন্যদিকে ভ্যান ডিক পেয়েছেন ৩৮ পয়েন্ট এবং রোনাল্ডো পেয়েছেন ৩৬ পয়েন্ট। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫-র পর এই পুরস্কার পেলেন তিনি।
মহিলাদের বিভাগে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেগান র্যাপিনো ৷ফিফার বর্ষসেরা পুরুষ কোচ ইয়ুরগেন ক্লপ ৷ বর্ষসেরা মহিলা কোচ জিল এলিস ৷ বর্ষসেরা পুরুষ গোলকিপার অ্যালিসন বেকার এবং বর্ষসেরা মহিলা গোলকিপার নির্বাচিত হয়েছেন সারি ফন ভিনেনদাল ৷মিলানে অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে লিও মেসির হাতেই পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।