আবারও রাজ্যে বৃষ্টির দেখা।
পশ্চিমি ঝঞ্ঝার কারনে সৃষ্টি হয়েছে জলীয় বাষ্প, দুই বঙ্গেই বৃষ্টির সতর্কতা জারি।
@ দেবশ্রী : ঠিক কোন কাল চলছে রাজ্যে তা বেশ বোঝা মুশকিল হয়ে উঠছে। কখনও হাড় কাঁপানো ঠান্ডা, আবার কখনও বা, বাড়ছে পারদের মান, আবার কখনো বা ঝরছে বৃষ্টি। আর আবারও বৃষ্টির ভ্রূকুটি রাজ্যের মধ্যে। আজ,বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আর হটাৎ করেই পারদ অনেকটা চড়ে ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ায় ঠান্ডা বেশ অনেকটাই কমে গিয়েছে।
কয়েক দিন আগেই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃষ্টির দেখা পাওয়া গেছিল রাজ্যে। এ বার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এ রাজ্যে ঢুকছে। ফলে বাতাসে আর্দ্রতার পরিমান বৃদ্ধি পাচ্ছে এবং বাতাস অনেক ভারী হয়ে যাচ্ছে। আর এই কারণেই আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বাতাসের আর্দ্রতা অনেক বেড়ে যাওযায় কারণে সকালের দিকে ঘন কুয়াশাও থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর আজ বৃহস্পতিবার বিকেলর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে।