আবারও শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের তালিকায় নাম করে নিল বাঙালি
সাত বছর পর আবার ছজন বাঙালি বৈজ্ঞানিক পেলেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার।
তানিয়া চক্রবর্তী : শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার হল দেশের বিজ্ঞান গবেষণায় সেরা পুরস্কার।পরিবেশে বা মানব সমাজের কল্যানকর আবিষ্কারের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ২০১৯ সালে এই পুরস্কারে সম্মানিত হলেন ছয় জন বাঙালি বৈজ্ঞানিক। তাঁরা হলেন, রসায়নে তাপসকুমার মাজি, গণিতে নিনা গুপ্ত, পদার্থবিজ্ঞানে অনিন্দ্য সিংহ ও শঙ্কর ঘোষ, জীববিজ্ঞানে সৌমেন বসাক, ভূবিজ্ঞানে সুবিমল ঘোষ। ২০১১ সালেও ছজন বাঙালি বিজ্ঞানিক এই পুরস্কার পেয়েছিলেন। অনেকের মতে, এই ঘটনা “ইতিহাসের পুনরাবৃত্তি”। যদিও এই ছয় জন বাঙালি ছাড়াও আরও ছয় জন এই পুরস্কার পেয়েছেন।
কার্বন – ডাই – অস্কাইড বা মিথেন গ্যাস পরিবেশ পক্ষে যথেষ্ট ক্ষতিকর। সেই গ্যাসগুলিকে কিভাবে ধাতু দিয়ে শুষে নিয়ে পুনরায় ব্যবহার করা যাবে সেই পথই বাতলে দিলেন বাঙালি বিজ্ঞানিক তাপসবাবু। সূত্রের খবর, এই কারণেই পুরস্কার পেয়েছেন তিনি।