Economy Finance

আবারো দেনায় অনিল , এবারও কি ভরসা দাদা মুকেশ !

দেনার দায়ে জর্জরিত অনিল , বেঁচতে হতে পারে ২০০ কোটি মূল্যের সম্পত্তি

সেই কোন ত্রেতা যুগ থেকে প্রমাণিত  ভাইয়ের বিপদে ভাই ঝাঁপিয়ে পড়বেই ,আর তাই কিছুদিন আগে অনিল আম্বানিকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন দাদা মুখেশ। কিন্তু শেষ রক্ষা হলো না। আর্থিক সংকটের জন্য অনিল অম্বানিকে বেচতে হচ্ছে ২০০কোটির ডলার  মূল্যের সম্পত্তি। মে জুন মাসে অনিলের কাঁধে বোঝা চেপেছে ২৫ কোটি ২০ লক্ষ ডলারের।দেনার দায় আর অর্থের অভাবেই বেচতে হচ্ছে রিলায়্যান্স ক্যাপিটাল লিমিটেডকে। তবে শেষ পর্যন্ত এইবারও দাদা ভাইকে বাঁচায় কিনা সেটাই দেখার !

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: