আর কত দিন ধরে চলবে অপরাধ ? কবে ভয় পাবে অপরাধীরা ? আর কতদিন ধরে পুড়বে দেশের মেয়েরা ?
ধর্ষণে বাঁধা পেয়ে তরুণীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, প্রাণ হারায় নির্যাতিতা !
@ দেবশ্রী : দেশে একের পর এক ঘটে যাচ্ছে নারী নির্যাতন। ভয় পাচ্ছে না অপরাধীরা। হায়দরাবাদের তরুণী পশু চিকিত্সক থেকে শুরু করে উন্নাওয়ে ধর্ষন ও খুনের মতো একাধিক ঘটনা ঘটে চলেছে এই দেশে। আর এই ধর্ষণের প্রতিবাদে গোটা দেশ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তবুও কোনো প্রকার পরিবর্তন নেই এই ধর্ষকদের।মুজাফ্ফরপুরে ধর্ষণে বাধা পেয়ে তরুণীর গায়ে আগুন ধরানোর অভিযোগ উঠল তারই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অপরাধীরা যে কোনো ভয় পাচ্ছে না, তার প্রমান আবারও দেয় মুজাফ্ফরপুরের ঘটনা।
সূত্রের মাধ্যমে জানা যায়, গত ৭ ডিসেম্বর রাতে আহিয়াপুর থানা এলাকার বাসিন্দা ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে তাঁরই এক প্রতিবেশী। ওই রকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তরুণী নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু ধর্ষণে বাধা পেতেই ওই প্রতিবেশীর রোষের মুখে পড়তে হয় তরুণীকে। ক্রোধে, তরুণীর গায়ে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত যুবক।
তরুণীর চিত্কার শুনে ছুটে আসে আশেপাশের লোকেরা। তরুণীকে উদ্ধার করে পরের দিন নিয়ে যাওয়া হয় মুজাফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শরীরের প্রায় ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল তাঁর। পরে তাঁর পরিস্থিতি আরও আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পাটনার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে তরুণী। কিন্তু সোমবার রাত ১১টা ৪০ নাগাদ মৃত্যুর কাছে হেরে গিয়ে প্রাণ হারান তরুণী। চিকিত্সকরা জানান, ক্রমেই তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছিল। দেহের আভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছিল। মূত্রের পরিমাণও কমে গিয়েছিল। বেড়েছিল তরুণীর শ্বাসকষ্ট। ফলে তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশি যুবককে। ইতিমধ্যেই শুরু হয়েছে পুরো ঘটনার তদন্ত।