‘আর যুদ্ধ নয় আর বিলম্ব নয়’ , বসলেই মেটে বিবাদ বলছে পাকিস্তান , এটা কি নয়া চাল !
পাকিস্তান ভারতের সাথে আলোচনায় বসতে রাজি : পাক বিদেশমন্ত্রী

নরেন্দ্র মোদী তে উপর ভরসা আছে এক মাস পনেরো দিনের ব্যবধানে তা ফের বুঝিয়ে দিল পাকিস্তান। লোকসভা নির্বাচনের আগের দিন পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন মোদী ক্ষমতায় ফিরলে আলাপ-আলোচনায় সমস্যা মেটানো হবে । শনিবার পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বললেন, ‘‘বকেয়া সব সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসতে তৈরি হয়েই রয়েছে ইসলামাবাদ।’’
খবর রেডিও পাকিস্তানের- শনিবার মুলতানে ইফতারের নৈশভোজে পাক বিদেশমন্ত্রী বলেন ” এই অঞ্চলের (পড়ুন, ভারতীয় উপমহাদেশ) শান্তি ও সমৃদ্ধির স্বার্থেই এ বার আলোচনার টেবিলে বসে পড়া উচিত ভারত ও পাকিস্তানের। তার জন্য পাকিস্তান তৈরিই রয়েছে”।
ইমরান খান গত বৃহস্পতিবার লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিনেই বিজেপি ও তার শরিকদের বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন । ইংরেজি ও উর্দুতে ইমরান লেখেন, ‘‘দক্ষিণ এশিয়ায় শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে ওঁর (নরেন্দ্র মোদী) সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’’
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পুলওয়ামা কাণ্ডের পর আন্তর্জাতিক চাপে আছে পাকিস্থান ।অন্তর জাতিক চাপ থেকে মুক্তির আশায় এই পদক্ষেপ .