Entertainment

আলিয়ার নাম বদলেছেন সলমন

তাঁর আসল নাম কিয়ারা নয় আলিয়া , নাম বদলেছেন সলমন জানালেন কিয়ারা আডবাণী

আলিয়ার নাম বদলেছেন বলিউডের ভাইজান। আরে না না ,যা ভাবছেন তা না। এই আলিয়ার পদবি ভট্ট নয় আডবাণী। কি হলো ? অবাক লাগছে ! ভাবছেন কে এই আলিয়া আডবাণী ! ‘এম.এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’র সাক্ষী কে নিশ্চই মনে আছে? ভাবছেন তো ভুলভাল বকছি ! না হলে কিয়ারাকে খামোকা আলিয়া কেন বলবো ! আরে মশাই এটাও জানেন না কিয়ারার আসল নাম তো আলিয়া। কিন্তু আগে থেকে যেহেতু আলিয়া নামে বলিউডে একজন অভিনেত্রী রয়েছেন তাই সলমন খান তাঁকে নাম বদলাতে বলেন। তবে কিয়ারা নামটি নাকি তিনিই পছন্দ করেছেন। এই ব্যাপারে সলমন কোনো হস্তক্ষেপ করেন নি।আর সবথেকে মজার ব্যাপার হলো  আলিয়া থুড়ি কিয়ারার বাবা মাও কিন্তু এখন তাঁকে কিয়ারা বলেই ডাকে। কি বুঝলেন তো !  কিয়ারা কিন্তু কিয়ারা নন, আসলে আলিয়া।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: