অতি জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ বাজারে এসেছিলো ২০০৯ সালের জুলাইয়ে। বিপুল জনপ্রিয়তা লাভ করার অন্যতম কারণ ইউজার ফ্রেন্ডলিনেস। তবে এই সুবিধার মেয়াদ শেষ হতে চলেছে। কারণ সম্প্রতি মাইক্রোসফ্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে , ২০২০ থেকে উইন্ডোজ ৭-এর জন্য প্রয়োজনীয় সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে। ফলে , উইন্ডোজ ৭ গ্রাহকদের উইন্ডোজ ১০ ইনস্টল করার জন্য নোটিফিকেশনও পাঠাচ্ছে মাইক্রোসফ্টের তরফ থেকে। ২০২০-এর ১৪ জানুয়ারি মৃত বলে ঘোষণা করা হবে উইন্ডোজ ৭-কে। ১৪মার্চ থেকে এই অপারেটিং সিস্টেমের সমস্ত আপডেট বন্ধ করে দেওয়া হবে। সেই কারণেই ২০২০-র মার্চের আগেই কম্পিউটার থেকে সরিয়ে ফেলতে হবে উইন্ডোজ ৭। মাইক্রোসফ্ট কর্তৃপক্ষ আশা করছে , ২০২০-র মার্চের পরে উইন্ডোজ ১০ ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
বিজ্ঞানে ইনফোসিস শিরোপার অধিকারী এবার দুই বাঙালিDecember 12, 2020