ইতিহাস গড়ল ভারতীয় জুটি : থাইল্যান্ড ওপেন জিতে
খেতাব জিতে নিল কোনও ভারতীয় জুটি চিনা জুটিকে হারিয়ে প্রথমবার পুরুষদের ডাবলসে !
সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ভারতে এনে দিল সম্মান ,থাইল্যান্ড ওপেন জিতে ইতিহাস গড়লেন ভারতীয় জুটি।চ্যাম্পিয়ন হলেন পুরুষদের ডাবলসে । প্রথমবার পুরুষদের ডাবলস খেতাব জিতে নিল কোনও ভারতীয় জুটি চিনা জুটিকে হারিয়ে।এর আগেই এই সঁম্মান অধরাই ছিল।
শুরু থেকেই আলাদা ভাবে ভারতের এই জুটি নিজেদের প্রমান করে।হাড্ডাহাড্ডি চিন গেমের লড়াইয়ে হারিয়ে দেন ভারতীয় জুটি রবিবার ফাইনালে চিনের লি জুন হুই-লিউ ইউ চেন জুটিকে ।দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করে চিনা জুটি প্রথম গেম ২১-১৯ ফলে জিতে ছিল ভারত। সেই সময় অনেকেই ভাবতে বছিলেন যে গেল এবারও , অধরাই থাকবে হয়তো এই বিরল সম্মান।সাত্বিকসাইরাজ-চিরাগ জুটি কিন্তু তৃতীয় গেমে বাজিমাত করেন । চীন জুটি কে আর সুযোগ দেন নি ২১-১৮ তে তৃতীয় গেম জিতে নেন তাঁরা।
যা হল শেষপর্যন্ত ২১-১৯, ১৮-২১, ২১-১৮ গেমে চিনের লি জুন হুই-লিউ ইউ চেন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি।