Entertainment
উইন্ডোজ-এর নতুন ছবির পোস্টার
হামির পর শিবপ্রদাস মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি ‘কণ্ঠ’. দর্শকদের আশাপ্রত্যাশা এবারেও যে মেটাতে সক্ষম উইন্ডোজ-এর কর্নধার তা পোস্টারেই বেশ বোঝা যাচ্ছে। কুলোর মতো কান তার, মুলোর মতো দাঁত, মাথায় আবার টোপর, মুখে আবার রং দিয়ে আঁকা নকশা, ঠিক যেন বিয়ে করতে যাওয়া নতুন বাঙালি বর.