উত্তরাখণ্ডের বিজেপি বিধায়কের কাছে অস্ত্র ভান্ডার কেন ? এর পিছনে কারা আছেন !
কানোয়র প্রণব সিং চ্যাম্পিয়নের কাছে এতো আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো ? কারা এগুলো যোগান দেন না অন্য কিছু ঘটনা ? নির্বাক বিজেপি।
চ্যাম্পিয়ন বলেন “আমি রাজ্ পরিবারের লোক তাই বন্দুক গুলি সব থাকবে আমার কাছে।, কেও নিতে পারবে না। দরকারে আমি লোক কে সাজা দিতে পারি। তবু নির্বাক প্রসঙ্গ।
কানোয়র প্রণব সিং চ্যাম্পিয়ন আগে ছিলেন কংগ্রেসের বিধায়ক এখন বিজেপির বিধায়ক হিসাবে তার দখলরাজের নয়া নিদর্শন। অতীতে বহুবার এই গুণধর এমএলএ এর বহু কীর্তি আছে। যেমন সাংবাদিক পেটানো। অফিসে বার নর্তকীদের দিয়ে নাচিয়ে বিনোদনেই আয়োজন করেন। দোকান লুট করার জন্য গুলি চালান।অবোধ্য নারী সংঘ থেকে খুন রাহাজানি সব কিছুতেই সিদ্ধ হস্থ। এই মহাবলীর সাথে রাজ্য পুলিশের অনেক নিরাপত্তা বাহিনী থাকে কেন ? রাজনৈতিক মহলে বিতর্ক উঠেছে যে অতীতে যিনি কংগ্রেস দলে থেকে বহু অন্যায়ের সাথে যুক্ত , বহু পুলিশ কেন আছে তবু কেন এই MLA এতো নিরাপত্তা বাহিনী থাকবে ? কেন বিজেপি এই MLA কে জেনে বুখে দলে নিলো ২০১৭ তে। সারা রাজ্যে লুটতরাজ চালাচ্ছেন তবু রাজ্য প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। প্রশ্ন উঠছে এর পিছনে কার হাত ?