উত্তেজনার পারদ বাড়িয়ে শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট খেলা।
গোলাপি রঙে মুড়ে গেছে গোটা শহর, চলছে এক নতুন ইতিহাস তৈরী।
@ দেবশ্রী : শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশের প্রথম পিঙ্ক বলের দিন রাতের টেস্ট ম্যাচ। খেলা শুরুর আগে থেকেই ছিল টানটান উত্তেজনা, আর খেলা শুরু হয়ে যাওয়ার পর থেকে, সেই উত্তেজনার পরিমাণও বৃদ্ধি পেয়েছে অনেক। ঐতিহাসিক টেস্ট স্মরণীয় করে রাখতে একাধিক পরিকল্পনা নিয়েছে আয়োজক বাংলার ক্রিকেট অ্যাসেসিয়েশন৷ সেই মতো টসের মাহেন্দ্রক্ষণকেও স্বর্ণোজ্জ্বল করে রাখতে বিশেষ সিদ্ধান্ত নেয় সিএবি৷ পিঙ্ক টেস্টের জন্য বিশেষভাবে তৈরি হয় একটি সোনার কয়েন আর সেই সোনার কয়েনে দিয়েই টস করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ যদিও টস ভাগ্য সঙ্গ দেয়নি ভারত অধিনায়ককে৷ ঐতিহাসিক টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোমিনূল হক৷
পিচে ঘাস থাকলেও আগের ১১টি ডে-নাইট টেস্টের পিচের তুলনায় ইডেনের পিচ এই মুহূর্তে অনেক শুকনো৷ শিশির পড়ার সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন সবাই তাই সেই কথা মাথায় রেখেই পিচের বাড়তি ঘাস ছেঁটে ফেলা হয়েছে৷ এইমত অবস্থায় শুরুতে ব্যাটিং করাই শ্রেয় বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মোমিনূল হক৷ ভারত অধিনায়ক কোহলিও স্পষ্ট জানান যে, টস জিতলে তিনিও শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন৷
প্রথম টেস্টের অপরিবর্তিত দল নিয়েই ঐতিহাসিক দিন-রাতের টেস্টে মাঠে নামার সিদ্ধান্ত নেয় ভারত৷ তবে বাংলাদেশ তাদের প্রথম একাদশে এক জোড়া পরিবর্তন করে৷ মেহেদি হাসানের পরিবর্তে নঈম হাসানকে দলে নেয় টাইগাররা৷ তাইজুলের বদলে খেলার মাঠে নিয়ে আসা হয় আল-আমিন হোসেনকে৷
ভারতীয় দযে রয়েছেন রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও উমেশ যাদব৷
এবং বাংলাদেশের হয়ে খেলছেন শাদমান ইসলাম, ইমরুল কায়েস, মহম্মদ মিঠুন, মোমিনূল হক (ক্যাপ্টেন), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), নঈম হাসান, আল-আমিন হোসেন, আবু জায়েদ ও এবাদত হোসেন৷
খেলার মোড় এখন কোন দিকে ঘরে সেটাই দেখার বিষয়। প্রথম দিনের শেষ সেশনের খেলা হবে সন্ধ্যে ৬টা থেকে। এরপর ২০০০ সালে সৌরভের নেতৃত্বে ভারত বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের দুই দেশের ক্রিকেটারদের কে সম্বর্ধনা জানানো হবে। খেলার শেষে রুনা লায়লা ও গায়ক জিৎ গাঙ্গুলি আসবেন ইডেনকে মাতাতে।